একটি ভালোবাসার গল্প "সব ফুল ভালোবাসার জন্য নয়"

-কিরে এমন ভাবে কি দেখছিস?
-তোকে শরৎচন্দ্রের নায়িকা মাধবীর মত লাগছে!কি যেন ছিল উপমা টা! “......অনেক কাল বৃষ্টি হইবার
পরে সূর্য উঠিলে হটাৎ যেমন লোকে সেদিকে চাহিতে চায় ,ক্ষণকালের কালের জন্য যেমন মনে থাকেনা সূর্যের পানে চাহিতে নাই! চাহিলে চক্ষু পীড়িত হয়.........” তেমনি আমার চক্ষুও পীড়িত হচ্ছে! আঁচলে মুখ ঢাক!
সিমা রিনঝিন করে হাসল। সে হাসি মাধবী লতার চেয়েও শুভ্র। অনেক বেশি পবিত্র।
আজ সিমার জন্মদিন। তাই এত সেজেছে সে। নীল রঙের শাড়িটা যেন আকাশের সবটুকু নীল ধারন করেছে বুকে। হয়ত সে পরেছে বলেই!
- তাড়াতাড়ি আয়! কেক কাটবো!

দেশীওয়ার্কার সাইট আরেকটি ফ্রিল্যান্সিং সাইট


“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
 দেশীওয়ার্কার সাইট-এর বয়স বেশ কম কিন্তু ইতিমধ্যেই অনেক জনপ্রিয় হয়ে উঠেছে আমি যখন প্রথম সাইটটার কথা জানতে পারি, নিতান্ত কৌতূহলবশত একটা এ্যাকাউন্ট খুলি ফ্রী-ল্যান্সিং কাজ করার সুপ্ত বাসনা সবসময় ছিল কিন্তু বিদেশী সাইটে কাজ পেতে হলে দীর্ঘ সময় লেগে থাকতে হয়, তাই ভাবলাম এটা যেহেতু দেশী সাইট একটু চেষ্টা করে দেখি কাজের সাইটগুলো নিয়ে (বিশেষ করে নতুন সাইট)সর্বপ্রথম যে আশঙ্কা কাজ করে,কাজ করার পর সাইট থেকে টাকা

একটি অন্য রকম কবিতা ।

কবিতার প্রতি আমার ভালোবাসা সেই ছোটকাল থেকেই । আগে অনেক কবিতা পড়া হতো, এখন তো আমার কবিতা পড়ার সেই অভ্যাসটি নেই বলেই চলে । তবে কবিতার প্রতি ভালোবাসা সেই আগের মতোই আছে । তাই অনলাইনে যখনি কোন কবিতা পাই তা পড়ে ফেলি । নজরুলের কবিতা আমাকে মুগ্ধ করে বেশি, তারপর এলো সুকান্ত ভট্টাচার্য । আহ্ এখনো পড়লে গায়ে কাঁটা দেয় । কি অসাধারণ কবিতা গুলো । যাক এ বিষয়ে পড়ে লেখবো ....

আমার ভালোলাগা মুভি, সহজেই ডাউনলোড করুন সাথে রিভিউ [পর্ব-০১]

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” 
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রথম টিউন এ । আশা করব সবাই ভালো আছেন । সতিৎ কথা বলতে কি আমি অনেক দিন ধরেই টেকনোলজি এর সঙ্গে আছি কিন্তু টিউন করার সাহস হচ্ছিল না । কারণ আমি কিছুটা অলস তার উপর আবার বাংলা টাইপ পারিনা । অবশেষে টিউন করেই পেললাম :lol:  যদি  আপনারা উৎসাহ দেন তো নিয়মিত টিউন করব ইনসাল্লাহ্ । কথা না বাড়িয়ে আসুন আজকে কোন মুভির রিভিউ দেবো তা দেখি। আপনারা আমার সাথেই থাকবেন সেই আশাতেই শুরু করলাম :roll: ।আজ যে মুভিটি নিয়ে টিউন করছি, মুভিটির নাম CJ7. এটি একটি কমেডি ধাঁচের ছবি।

Create 'After the jump' summaries

After the Jump is a feature which lets you create expandable post summaries in your blog posts, so longer posts appear as an intro with a link to Read More.
Creating jump breaks in your blog posts can be easily done right from the Post Editor, without the need for any HTML changes. First, decide where in the post you want to create the jump break, and place your cursor in that position:
Once your mouse cursor is placed at the jump point, simply click the Insert Jump Break toolbar icon: