একটি অন্য রকম কবিতা ।

কবিতার প্রতি আমার ভালোবাসা সেই ছোটকাল থেকেই । আগে অনেক কবিতা পড়া হতো, এখন তো আমার কবিতা পড়ার সেই অভ্যাসটি নেই বলেই চলে । তবে কবিতার প্রতি ভালোবাসা সেই আগের মতোই আছে । তাই অনলাইনে যখনি কোন কবিতা পাই তা পড়ে ফেলি । নজরুলের কবিতা আমাকে মুগ্ধ করে বেশি, তারপর এলো সুকান্ত ভট্টাচার্য । আহ্ এখনো পড়লে গায়ে কাঁটা দেয় । কি অসাধারণ কবিতা গুলো । যাক এ বিষয়ে পড়ে লেখবো ....
এখন কবিতাটি...
একদিন তুমি জানি আমি,
আমার কাছে আসবে ফিরে।
ভালবাসা আর বিশ্বাস নিয়ে,
খুঁজবে আমায় শীতের ভোরে।
একদিন জানি আসবে তুমি,
সব কিছুকে তুচ্ছ করে।
খুঁজে বেড়াবে তুমি আমায়,
সব চেনা-অচেনা মোড়ে।
একদিন যখন আসবে ফিরে,
খুজতে আমায় পুরনো নীড়ে।
আমি তখন তাঁরার হবো,
নীল আকাশে অনেক দূরে।

0 কমেন্ট:

Post a Comment